Print

Rupantor Protidin

শ্যামনগরে অভিমানে যুবকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে অভিমানে চঞ্চল কুমার মন্ডল (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীফলকাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চঞ্চল ওই গ্রামের পিযুষ কান্তি মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলের দিকে পরিবারের প্রতি অভিমান করে চঞ্চল সবার অগোচরে বাড়ির পাশের একটি নিম গাছে রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।