Print

Rupantor Protidin

দেবহাটায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে নওয়াপাড়া ইউনিয়ান পরিষদে প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় উক্ত শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াত আমির হাফেজ মাওলানা মোঃ হাবিবুল্লাহ বাশার, নওয়াপাড়া ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, গাজীর মৎস্য আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন রাজু,গাজীরহাট দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বাবু অজয় ঘোষ, ইউ পি সদস্য মোঃ আজগর আলী, সদস্য মোঃ নুরুজ্জামান সরদার, সদস্য মোঃ আসমাতুল্লাহ গাজী, সদস্য মোঃ শওকত হোসেন, সদস্য মোঃ মাহমুদ হোসেন,সদস্য মোঃ জাকির হোসেন, সদস্য মোঃ মনিরুল ইসলাম, সদস্যা মোছাঃ ফরিদা পারভীন, সদস্যা মোছাঃ খাদিজা পারভীন কনা,সদস্যা মোছাঃ রাহিলা পারভীন লিলি, ওয়ার্ড জামায়াত সেক্রেটারি মোঃ মমিনুর রহমান,জামায়াত সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম,ওয়ার্ড বি এন পির সেক্রেটারি মোঃ আকবার আলী,জামায়াত সাবেক সেক্রেটারি মোঃ জাকির হোসেন, ইউনিয়ন পরিষদ দফাদার মোঃ আজিজুল ইসলাম, সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ বৃন্দ।