Print

Rupantor Protidin

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। রবিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এ ঘোষণা দেন। খবর আনাদোলুর।

ঘোষণায় তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্রনীতির ধারাবাহিক ও অপরিহার্য অংশ। রাঞ্জেল আরও জানান, টেকসই শান্তি প্রতিষ্ঠার একমাত্র সমাধান হলো দ্বি-রাষ্ট্রীয় কাঠামো। তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং স্পষ্ট করে বলেন, হামাসের কোনোভাবেই গাজা বা এর বাইরের অঞ্চলগুলোতে প্রভাব রাখা উচিত নয়। একইসঙ্গে সকল জিম্মিকে মুক্তি দেয়ার দাবিও জানান তিনি।

পর্তুগালের শীর্ষ কূটনীতিক আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ এই নয় যে, গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় মুছে গেছে। তিনি গাজা উপত্যকায় দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের কঠোর সমালোচনা করেন।

অন্যদিকে ফিলিস্তিনি নেতারা পর্তুগালের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মাইলস্টোন’ হিসেবে অভিহিত করেছেন। ফাতাহ নেতা মোহাম্মদ শটাইয়ে মন্তব্য করেন, এটি মাহমুদ আব্বাসের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার বড় সাফল্য।

তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না।” স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর সমালোচনা করে নেতানিয়াহু অভিযোগ করেন, এভাবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।