Print

Rupantor Protidin

জনগণের কাছে শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিচ্ছেন এস এম ইয়াকুব আলী

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১২:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মণিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম ইয়াকুব আলী। তিনি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এস এম ইয়াকুব আলীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, যুবলীগ নেতা খলিলুর রহমান, আশিক, মনির হোসেন, আমিনুর রহমান।