প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ৭:২২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামে মাছের ঘের থেকে মাহফুজ শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহফুজ শেখ ওই গ্রামের মো. আলী মিয়া শেখের ছেলে। তার দুই পায়ে রশি বাঁধা ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে মরদেহটি মোল্লাহাট থানার হেফাজতে রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক বলেন, “আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে।”