Print

Rupantor Protidin

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাউদ্দিন আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, মরহুম সালাউদ্দিন আহমেদ কিছুদিন ধরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।