Print

Rupantor Protidin

সাবেক মন্ত্রী জাবেদের অবৈধ সম্পদ: দুদকের হানায় মিলল ২২ বস্তা নথি, ৫২ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ১২:০২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবৈধ সম্পদের ২২ বস্তা ডকুমেন্টস উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে ঘুষ গ্রহণ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবি পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ১৮ সেপ্টেম্বর মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করেন, যা পরে বিদেশে পাচার করা হয়।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইউসিবি পিএলসির সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসির কয়েকজন কর্মকর্তা, এবং বিভিন্ন ট্রেডিং প্রতিষ্ঠানের মালিক।

উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতিবিদ সাইফুজ্জামান চৌধুরী দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য ছিলেন। তিনি ভূমি মন্ত্রী ছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও আরামিট গ্রুপের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবেও তিনি তিনবার নির্বাচিত হয়েছিলেন।