Print

Rupantor Protidin

নড়াইলে ওয়ার্ড আ.লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:২২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১২:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইল সদর উপজেলার ১নং মাইজপাড়া ইউপির তারাশি ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সরোয়ার মোল্যাকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত সরোয়ার মোল্যা যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আহতের স্বজনেরা অভিযোগ করে জানান, তারাশি গ্রামের মনসুরের নেতৃত্বে একই গ্রামের গোলাম শিকদারের ছেলে জসিম শিকদার (৩২), হারুন মোল্যার ছেলে হৃদয় মোল্যা(২২), মারুফাত আলীর ছেলে মান্দার আলী(২০), ওয়াদূদ মোল্যার ছেলে তুহিন মোল্যা(২০), এবং চারিখাদা গ্রামের ইসমাইলের ছেলে লিটুসহ তাদের সহযোগীরা সরোয়ার মোল্যাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে।

সরোয়ার মোল্যার স্ত্রী তাহমিনা বেগম বলেন, আমার স্বামী মাইজপাড়া বাজার থেকে রাত সাড়ে আটটার দিকে বাড়িতে আসতেছিলো পথিমধ্যে ঔসব সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই। এ দিকে অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকেই পাওয়া যায় নি।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।