Print

Rupantor Protidin

সব ব্যর্থতার দায় এনসিপির ঘাড়ে: কাকরাইল সংলাপে হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৯:৪৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ

Sheikh Kiron

“অন্তর্বর্তী সরকারে বিএনপিসহ অন্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায়ভার নিতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)”—এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ সংলাপের তৃতীয় পর্বে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশের রাজনীতি এখন মিডিয়া, ব্যবসায়ী আর মাফিয়ার হাতে বন্দি হয়ে গেছে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহি না করে কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। এভাবে চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না।”

তিনি আরও বলেন, “রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে। মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা তা পর্যালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনাদের পরামর্শ নেব, সংশোধন করব এবং বাংলাদেশপন্থি রাজনীতি চালিয়ে যাব।”