Print

Rupantor Protidin

র‍্যাগিং নিষিদ্ধ করল জাবি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যেকোনো ধরনের র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(ঙ) ধারা অনুসারে- ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ/র‍্যাগিং/নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।’

র‍্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের মাত্রা অনুযায়ী র‍্যাগিং এর সর্বোচ্চ শাস্তি সাময়িক হতে চিরতরে বহিষ্কার। সংশ্লিষ্ট সকলকে র‍্যাগিং প্রতিরোধে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়াও জরুরি প্রয়োজনে প্রক্টর অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।