Print

Rupantor Protidin

আশাশুনিতে ৬৮ বোতল উইনসিরেক্স সিরাপ উদ্ধার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

আশাশুনিতে ৬৮ বোতল নেশা দ্রব্য উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপ থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীউলা থেকে সিরাপগুলো উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন জানান, ডিজিএফআইয়ের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর ১টার দিকে শ্রীউলা গ্রামের চৌধুরী ব্রিজের নীচে অভিযান চালান হয়।

এসময় সেখান থেকে নেশা জাতীয় ৬৮ বোতল উইনসিরেক্স সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপ কারা এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল সে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।