Print

Rupantor Protidin

সাতক্ষীরায় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২৫ , ২:২৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।

জেলা ক্লাব ঐক্য পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। এসময় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরার গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর উপ-পরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, গোটা বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত।শৈশবে ফুটবল খেলাকে অনেকেই মেয়েদের জন্য ‘অস্বাভাবিক’ ভেবেছিল। কিন্তু সেই সব প্রতিবন্ধকতা জয় করেই প্রান্তি আজ জাতীয় দলের অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ নারী দল একের পর এক সাফল্যের গল্প লিখছে। প্রান্তির স্বপ্ন বাংলাদেশ নারী ফুটবল দলকে এশিয়ার শীর্ষ সারিতে নিয়ে যাওয়া।

গ্রামের উঠতি কিশোরীদের ফুটবলের সঙ্গে যুক্ত করে নতুন প্রতিভা গড়ে তোলার কথা উল্লেখ করে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, আমি চাই আমার মতো আরও শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর স্বাধীনতারও নাম।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকে সংবর্ধনা দেওয়া হয়।