Print

Rupantor Protidin

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২৫ , ১০:২৩ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এনপিআর।

প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে।

পেনসিলভানিয়া রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, এক সংবাদ সম্মেলনকালে পুলিশের ওপর গুলি চালানো হয়। এতে পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্নেল ক্রিস্টোফার প্যারিস। এ ঘটনায় বিস্তারিত জানাননি তিনি। বলেন, তদন্ত চলমান রয়েছে।