যশোরের ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালি সরকার ডিলারসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছেন, আমার থাকা না থাকার বিষয়টিকে দুর্বলতা ভেবে অসহযোগিতা করার চেষ্টা বা সুযোগ নেয়ার অবকাশ নেই। মনে রাখতে হবে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধানভানে’। বিগত সভায় সুবিধাভোগীদের তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তি ও প্রকৃত অসচ্ছলদের নাম বাদপড়ার সুনির্দিষ্ট তথ্য লিখিত আকারে আজকের সভায় উপস্থাপনে তাঁর দেয়া নিদের্শনা প্রতিপালনে ব্যর্থ হওয়ায় তিনি এই উপমা তুলে ধরেন।
তিনি দৃঢ়আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার জায়গায় যিনি আসবেন তিনিও দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালি সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ফাতেমা সুলতানা, উপজেলা পল্লীজীবিকায়ন (পজীব) কর্মকর্তা আনিসুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মেজবাহউর রহমানসহ ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ,ট্যাগ অফিসারবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যানসহ ৪৯জন ডিলার উপস্থিত ছিলেন।
কিছু একটা হলেই উপজেলা নির্বাহী অফিসারের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন উল্লেখ করে ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, “গরিবের চাল ফেরত যাক সেটা আমরা চাইনা। প্রকৃত অসচ্ছল, দুস্থ-অসহায় মানুষ যেন কোনমতে তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে নিশ্চিত করতে চাই কোন সচ্ছল ব্যক্তি যেন তালিকাভুক্ত না হতে পারে”। কে সচ্ছল আর কে অসচ্ছল তার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরে এই কর্মকর্তা বলেন, একটি পাকাবাড়ি থাকলেই তিনি সচ্ছল তা ঠিক নয়। জায়গাজমি, সম্পদ-সম্পত্তি ব্যবসা-বাণিজ্য আছে কিনা? তিনি আয়-রোজগারে সক্ষম কিনা,অন্য কোন সম্পদ আছে কিনা? সেটি নিশ্চিত হওয়ার পাশাপাশি মৃতব্যক্তি,প্রবাসী ও প্রকৃত সচ্ছল ব্যক্তিদের চিহ্নিত করে লিখিতভাবে অবহিত করতে হবে। কোনো চাপের কাছে মাথানত না করার পরামর্শ দিয়ে ডিলারদের উদ্দেশ্যে সরকারি এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ডিলারশিপ রাখার দরকার নেই। প্রয়োজনে আমরা বিকল্প ব্যবস্থা করব।
তিনি ডিলারদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি স্বচ্ছ ও নির্ভুল সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে পারলে ২/৩দিনের মধ্যে আবার চাল বিতরণের ব্যবস্থা করতে পারতাম।
সভায় খাদ্যবান্ধব চাল বিতরণে ভালো পারফরমেন্স অর্জনকারীদের ধন্যবাদ ও ৩জন ডিলার উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।