Print

Rupantor Protidin

আশাশুনির গোয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ

Jahangir Kabir

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ১৫২নং গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কর্মকান্ডে দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে স্কুলের পাশের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আহসান হাবিব, আজহারুল সরদার, মাওঃ রফিকুল ইসলাম, বাদশা ইমরান, আলিম সরদার, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে বলেন, আনারুল ইসলাম বিদ্যালয় চলাকালীন বেশিরভাগ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি বিদ্যালয়ের টিন, ল্যাপটপ, কাঠ, পানির ট্যাংকি ইত্যাদি নিজের বাড়িতে নিয়ে গেছেন, যা এখনো ফেরত আনেননি। পরীক্ষার ফিস, কাপ স্কাউটের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন। প্রতিবছর বিদ্যালয়ের পুরাতন বই, খাতা, কাগজ, লোহার দরজা, টিন ইত্যাদি বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা দৃশ্যমান কোন কাজ না করে ভুয়া ভাউচার বানিয়ে আত্মসাৎ করেন। বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি পড়ে এমনকি কিছুদিন আগে টানা বৃষ্টিতে শ্রেণিকক্ষের মেঝেতে পানি ওঠার কারণে পাঠদান বন্ধ ছিল।

বিকল্প কোন পাঠদানের ব্যবস্থা না করে শিক্ষকরা অফিসে অলস সময় পার করেন। দুর্নীতিবাজ ও আইন অমান্যকারী শিক্ষককে দ্রুত বদলি করে সৎ, কর্মঠ, যোগ্য ও দক্ষ প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ তৈরি করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।