Print

Rupantor Protidin

মোল্লাহাটে ৮ দলীয় ফুটবল ম্যাচ উদ্বোধন করেন বিএম মোস্তক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ৯:৩৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী স্কুল মাঠে গাংনী সমাজকল্যাণ সংঘ আয়োজিত ফুটবল খেলা উদ্বোধন হয়।মোল্লাহাট বনাম ইখোড়ি তেরখাদা দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ খেলাটি উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা যুবদল নেতা বিএম মোস্তাক। আরো উপস্থিত ছিলেন বদিউল আলম অপু,মোঃ পারভেজ,মোঃ সেতু প্রমুখ।

খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএম মোস্তাক বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে, নেশাকে ছাড়তে হবে।”