Print

Rupantor Protidin

সাবেক মেয়রসহ আ.লীগের আরও ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ২:৪৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

সাবেক এক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা গোয়েন্দা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে নাম ও পরিচয় জানানো হবে।