Print

Rupantor Protidin

উদীচী যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৩ , ৪:২৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার সকালে জেলা সংসদের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে ডেঙ্গু প্রতিরোধ ও ক্রমাগত নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উদীচী যশোরের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবসহ নেতৃবৃন্দ।