Print

Rupantor Protidin

যশোরে আ.লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ১

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৩ , ৪:১৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলা মোড়ে অবিস্থত ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করা হয়।

এসময় ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোকবুল হোসেন বাধা দিলে তাকে মারপিট করে আহত করা হয়।  প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী নাজুর নেতৃত্বে অস্ত্র ও রড নিয়ে আওয়ামী লীগের এ আঞ্চলিক কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় বঙ্গ

বন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে দুর্বৃত্তরা। আহত মোকবুল হোসেন বলেন, নাজু, মনিরুল, ডোবল, ইমন, সুমন, তাজিমসহ আরও অনেকে রড ও লাঠিসোটা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিস ভাঙচুর করে। এরা সবাই বিএনপির সমার্থক। আমি প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনায় বিচার চাই।

আহতের বোন ফাতেমা বেগম বলেন, সন্ত্রাসী নাজু পিস্তল ঠেকিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, ব্যানার ফেস্টুনসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, খবর পেয়ে আমরা এ পার্টি অফিস পরিদর্শন করেছি। দ্রুত এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।