Print

Rupantor Protidin

যশোরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৩ , ৪:১৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ৪:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে যশোরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার।
সভায় স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, রাশেদ আব্বাস রাজ প্রমূখ।

পরে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে কালেক্টরেট চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরিফ হাসান, কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি, নাসিমা আক্তার জলি, সহকারি প্রকৌশলী বিএম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ড প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আহসান হাবীব পারভেজ।