Print

Rupantor Protidin

মণিরামপুরে ১৫ টাকা মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৮:৫৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মণিরামপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। গত বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বুজতলা বাজারে ডিলার মোহাম্মদ হাবিবুর রহমানের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে এই চিত্র দেখা যায়।

পরিদর্শনকালে দেখা যায়, ডিলার মোহাম্মদ হাবিবুর রহমান তার কেন্দ্রের জন্য বরাদ্দকৃত ১৪.৮৫ মেট্রিক টন চাল (২৯৭ বস্তা) বুঝে পেয়ে উপকারভোগীদের মাঝে বিতরণ শুরু করেছেন। কর্মসূচির নিয়ম অনুযায়ী, প্রতি ভোক্তা ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে ক্রয় করছেন। সকাল ৯টায় কেন্দ্র পরিদর্শনের সময় চাল বিতরণ কার্যক্রমে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হয়নি বলে জানা গেছে।

ডিলার হাবিবুর রহমানের আওতায় মোট ৪৯৫ জন নিবন্ধিত ভোক্তা বা ক্রেতা রয়েছেন। এর মধ্যে ৩১১ জন পুরুষ এবং ১৮৪ জন নারী উপকারভোগী। বিতরণ প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছিল এবং উপস্থিত ভোক্তারা কোনো প্রকার অভিযোগ ছাড়াই তাদের জন্য বরাদ্দকৃত চাল সংগ্রহ করছিলেন।

খাদ্যবান্ধব কর্মসূচির উদ্দেশ্য হলো দেশের নিম্ন আয়ের মানুষদের নিকট সুলভ মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া এবং এই কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে পরিদর্শন করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আনিছুজ্জামান।বুজতলা বাজারের এই কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্থানীয় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।