Print

Rupantor Protidin

পরকীয়ার জেরে স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৬:১৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমের জেরে স্ত্রী, শ্যালিকা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধর, আহত ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১২নং মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মোঃ জহির কারিকর (৩৫),পিতা-মোঃ ইনতাজ কারিকর,গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্ত্রী মোছাঃ সালমা খাতুন (৩০), দুলাভাই মোঃ আতিয়ার খাঁন (৪২) এবং শ্যালিকা মনোয়ারা খাতুন (৩৪)-এর বিরুদ্ধে হামলার শিকার হন। লিখিত অভিযোগে জহির কারিকর উল্লেখ করেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি সালমা খাতুনকে বিয়ে করেন। পরে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী ও দুলা ভাইয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় হুমকি প্রদান করে।

গত ১১ সেপ্টেম্বর সকালে মৌতলা গ্রামের সাব্বির মুনসির বাড়ির পাশের মোড়ে দলবদ্ধ হয়ে তাকে কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার ডান হাতে রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখমের সৃষ্টি হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় মফিজুল ইসলাম, শহিদুল ও হাসিনা খাতুনসহ একাধিক প্রত্যক্ষদর্শী হামলার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, পরদিন রাতে অভিযুক্তরা তার অনুপস্থিতিতে ঘর থেকে একটি সেলাই মেশিন (মূল্য আনুমানিক ১১ হাজার টাকা) নিয়ে যায়। এসময় অভিযুক্ত আতিয়ার খাঁন ভুক্তভোগীর নিকট ফোনে ১ লাখ টাকা দাবি করে, অন্যথায় তাকে গুম করে ফেলার হুমকি প্রদান করে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন,“লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”