বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৮ নং দের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সেফ গ্রীন, ফাউন্ডেশন এর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলার ৮ নং দের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এবং সকল শিক্ষক শিক্ষিকা ও স্কুল স্টাফদের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন সেফ গ্রীন ফাউন্ডেশন।
উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও চারা বিতরণ করেন সেফ গ্রীন ফাউন্ডেশনের সেক্রেটারী মীর মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার এস এম মিজানুর রহামান, নির্বাহী সদস্য মীর মাসুদ, মোঃ টুটুল শিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বনানী রায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং সকল ছাত্র-ছাত্রীসহ অভিভাবক বৃন্দ।