Print

Rupantor Protidin

শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ১১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ

Sheikh Kiron

মাদারীপুরের শিবচরে পূর্বশত্রুতার জেরে ভয়াবহ কুপিয়ে হত্যা করা হয়েছে রাকিব মাদবর (২৫) নামের এক যুবককে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাকিব মাদবর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের বাসিন্দা নাসির মাদবরের ছেলে। তিনি একই এলাকার আলোচিত ইবনে সামাদ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। এই হত্যাকাণ্ডের খবরে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুরো পৌর এলাকায় চরম আতঙ্ক নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে ইউসিবি ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে ধারালো চায়নিজ কুড়াল দিয়ে তার ওপর হামলা চালায়। একের পর এক কোপের আঘাতে রাকিব গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরনো শত্রুতার জেরেই এ হামলা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ৬ মে একই ইউনিয়নে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হন কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ। ২২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। ওই মামলার অন্যতম আসামি ছিলেন নিহত রাকিব মাদবর।