Print

Rupantor Protidin

মোল্লাহাটে বাগেরহাটের চার আসন বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ৮:৩৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

ঐতিহ্যবাহী বাগেরহাটের একটি সংসদীয় আসন বাদ দেওয়ার প্রতিবাদে এবং চারটি আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় কমিটি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদের প্রধান প্রবেশদ্বার ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ। তিনি বলেন, “বাগেরহাটের ঐতিহ্য, ইতিহাস ও জনগণের ন্যায্য অধিকার রক্ষায় চারটি সংসদীয় আসন পূর্বের মতো বহাল রাখতে হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।”

এ সময় শ্রমিকদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের আমির মো. হাসমত আলী সরদারসহ যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মোল্লাহাটসহ বাগেরহাট জেলায় সর্বাত্মক হরতাল পালিত হবে।