গাজীপুরে খেলনা পিস্তল ও লোহার পাইপ ব্যবহার করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর সদর থানার অন্তর্গত গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুইটি লোহার পাইপ, একটি মোবাইল ফোন এবং এপিবিএন পুলিশের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের বাসিন্দা মীর মোহাম্মদ শাকিল (২১) এবং ভোলা সদর উপজেলার মোসারফ হোসেনের ছেলে শিহাব মোশারফ সৈকত (২৩)। পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যায় তারা পুলিশ পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রথমে দুজনকে আটক করে এবং পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে খেলনা পিস্তলের পাশাপাশি পুলিশের পরিচয়পত্রও পাওয়া গেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।