Print

Rupantor Protidin

কক্সবাজারে মধ্যরাতে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীকে ধর্ষণ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ১০:৪০ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ

Sheikh Kiron

কক্সবাজার সদরের ঝিলংজা উত্তরণ আবাসিক এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ঝিলংজা উত্তরণ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

এতে নিহত হয়েছেন রাঙ্গামাটি জেলা সদরের বন্দুকভাঙ্গা ত্রিপুরা পাড়ার বাসিন্দা রঞ্জন চাকমা (৪৫)।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে হটাৎ উলঙ্গ অবস্থায় এক নারী চিৎকার দিয়ে সামনে আসে। তার দেওয়া তথ্য মতে বিমল চাকমার বাসায় ঘিয়ে দেখা যায় রঞ্জন চাকমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত রঞ্জন চাকমার স্ত্রী বলেন, কাজের সুবাদে ৩ দিন আগে কক্সবাজার এসেছিলেন তারা এসে তার পরিচিত বিমল চাকমার বাসায় উঠেন। আজ প্রথমেই তারা মাদক সেবন করেন এক পর্যায়ে বিমল চাকমা থাকে ধর্ষন করেন এবং তার স্বামী রঞ্জন চাকমাকে হত্যা করেন। পরে হত্যাকারী বিমল চাকমাকে আটক করে পুলিশকে হস্তান্তর করেছে স্থানীয়রা।

বিষয়টি নিচ্ছিত করেছে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস তিনি বলেন ঘটনাস্থলে গিয়ে নিহত রঞ্জন চাকমার মরধেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।