Print

Rupantor Protidin

সংবিধান সংশোধনে মতভেদ, আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ১০:২৯ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ

Sheikh Kiron

জাতীয় ঐকমত্য কমিশন আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছে। সংবিধান সংশোধন নিয়ে কমিশনের দেওয়া জুলাই সনদের চূড়ান্ত খসড়া ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের হাতে পৌঁছেছে। তবে এ খসড়ার গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে বড় ধরনের মতভেদ থেকে গেছে।

কমিশনের প্রস্তাবিত ১৯টি বিষয়ের মধ্যে অন্তত ১০টি নিয়ে দলগুলোর মধ্যে তীব্র ভিন্নমত রয়েছে। এসবের মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা পুনর্গঠন, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠন, উচ্চকক্ষের কাঠামো ও এখতিয়ার, সংসদে নারীর প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও রাষ্ট্রপতির ক্ষমতা-দায়িত্ব, এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

যদিও সংবিধানের বাইরে থাকা সংস্কারগুলো এখন থেকেই বাস্তবায়নের ক্ষেত্রে প্রায় সব দলই একমত হয়েছে, তবে সংবিধান সংশোধন ও জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও দ্বিমত বজায় রয়েছে। ঐকমত্য কমিশন চাইছে, সনদের বিষয়গুলো নিয়ে কোনো রাজনৈতিক দল আদালতে না যাক। রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফা বৈঠকের পর কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে এবং তার কপি সংশ্লিষ্ট দলগুলোকে সরবরাহ করেছে।