Print

Rupantor Protidin

বিদেশি প্রবেশে অনিয়ম: ১৮ কর্মকর্তা সহ ২৭ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৫ , ৯:৫০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (SPRM) পরিচালিত বিশেষ অভিযানে ২৭ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা “কাউন্টার সেটিং” সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে বিদেশিদের নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশে সহায়তা করতেন।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং আটজন নারী, যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। রোববার পরিচালিত অপ রেন্তাস অভিযানে সেলাঙ্গর, মেলাকা, কুয়ালালামপুর এবং নেগরি সেমবিলান থেকে তাদের আটক করা হয়