Print

Rupantor Protidin

নারায়ণগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১:৩৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ

রুপান্তর প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- সামির ও তিশা। তাদের বয়স আনুমানিক ছয় থেকে নয় বছরের মধ্যে। তারা আমিন আবাসিক এলাকার অটোরিকশাচালক কামাল হোসেনের সন্তান।

পুলিশ জানায়, সকালে আমিন আবাসিক এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পরিবারের বরাতে জানান, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বেরিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর কাছে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা ডোবার পাশে খেলার সময় তারা পড়ে যায়।

অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌ-থানার ওসি।