বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলার সর্বদলীয় কমিটির ডাকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে। বুধবার (১০ সেপ্টেম্বর ) সকাল থেকে শুরু হওয়া এ হরতাল চলবে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত।
জেলার অন্যান্য স্থানের মতো মোল্লাহাট উপজেলাতেও সর্বাত্মকভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলতে দেখা যায়নি। অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল ছিল সীমিত। দোকানপাট আংশিক খোলা থাকলেও বাজারে ক্রেতা-সমাগম ছিল কম।
অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। তবে এ পর্যন্ত কোথাও কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, চার আসনের দাবিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।