Print

Rupantor Protidin

ছায়া সংসদ বিতর্কে রানার্স আপ নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ১০:২২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের ভূমিকা নিয়ে ছায়া সংসদ বিতর্কে রানার্স আপ হয়েছে।

শুক্রবার ঢাকার তেজঁগাওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে এই বিতর্কটি অনুষ্টানটির আয়োজন করে ইউসিবি পাবলিক পার্লামেন্টের ডিবেট ফর ডেমোক্রেসি। যাতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম.হুমায়ুন কবির।

‘জাতিসংঘের মধ্যস্ত¡তার মাধ্যমেই ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসন সম্ভব’ মোশনে পক্ষ দলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা ও বিপক্ষ দলে স্ট্যাট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিতার্কিকরা অংশগ্রহণ করেছে।

রানার্স আপ হওয়া টিম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিকগনের মধ্যে ছিলেন মেহেদী হাসান অনিক, আতিয়া ইবনাত, রুমন হাসান,মাহমুদুল রাফিক ও জারিন তাসনীম।

রানার্স আপ হবার গৌরব অর্জনে অনুভূতি প্রকাশ করে নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারন সম্পাদক রুমন হাসান দৈনিক অধিকারকে বলেন,‘আমাদের আলটিমেট টার্গেট নজরুল বিশ্ববিদ্যালয়ের নাম সারাদেশে ইতিবাচক ভাবে ছড়িয়ে দেওয়া এবং বিতর্ক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। এই প্রচেষ্টা এই বিতর্ক অনুপ্রেরণা জুগিয়েছে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্কটির সম্প্রচারে ছিল এটিএন বাংলা টেলিভিশন।