Print

Rupantor Protidin

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: ফখরুল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৫ , ২:৩৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা বিষয় আমাদের সব সময় মনে রাখতে হবে, বিএনপি সেই রাজনৈতিক দল, যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সেই রাজনৈতিক দল, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন। কিন্তু আজ দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এগুলোকে পুনর্গঠন এবং গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য বিএনপি নতুন করে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।

তিনি বলেন, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন নেতৃত্বের সূচনা হবে। এমন নেতৃত্ব গড়ে উঠবে, যারা একদিকে জনগণকে নতুন পথ দেখাবে এবং অন্যদিকে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করবে।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে তিনি সকলের সফলতা কামনা করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কেন্দ্রীয় নেতা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।