Print

Rupantor Protidin

টেকনাফে স্বর্ণসহ দুই পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৫ , ১২:৪২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ

Sheikh Kiron

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পাচারকালে অন্তত ৪৭ লক্ষ টাকা মূল্যের ৩০৪ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় টেকনাফে স্বর্ণসহ দুই পাচারকারী আটক করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট ক

মান্ডার সিয়াম-উল-হক বলেন, রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক একটি ডিঙি নৌকা দেখতে পান কোস্ট গার্ড সদস্যরা।

এ সময় কোস্ট গার্ড সদস্যরা ডিঙি নৌকায় থাকা লোকজনকে থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে ডিঙি নৌকা ধরে ফেলে কোস্ট গার্ড। নৌকাটি জব্দ এবং পাচারকারী দুইজনকে আটক করা হয়।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পরে আটক দুইজনের কাছ থেকে ৩০৪.৮৬ গ্রাম ওজনের বিভিন্ন ধরণের স্বর্ণালংকার ও স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকার বেশি বলে মনে করা হচ্ছে।

আটক হওয়া পাচারকারীদের নাম ও পরিচয় জানাননি এই কর্মকর্তা। তবে তারা টেকনাফের বাসিন্দা বলে তথ্য দেন তিনি। আটক হওয়া দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।