Print

Rupantor Protidin

ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক

আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৫ , ১০:৩২ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ

Sheikh Kiron

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে। এতে উত্তরাঞ্চল ও ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেস। ভদ্রকালী এলাকায় পৌঁছালে বগিটি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে স্টেশনে নিয়ে আসে। সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দুর্ঘটনার সময় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন এবং আশপাশের লোকজন ছুটে আসেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

যাত্রীরা অভিযোগ করেছেন, রেললাইনের সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এক যাত্রী তাসিম বিল্লাহ বলেন, “সান্তাহার ছাড়ার পর হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বিকট শব্দে ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। ভাগ্যক্রমে বড় ক্ষতি হয়নি।”

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন জানান, রাত সাড়ে তিনটার দিকে রেললাইনে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি।

রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। পরে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা হয়।”