কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উখিয়া থানার একটি অভিযানিক দল কুতুপালং বৌদ্ধ চিতাখোলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
আটক যুবক ক্যাম্প-১ ইস্ট সি-১৪ ব্লকের বাসিন্দা ঈমাম শরীফের ছেলে ইউসুফ আলী (২৬)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। ইয়াবা কারবারিরা সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে।
তিনি আরও বলেন, আটক ইউসুফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।