Print

Rupantor Protidin

হোটেলে অভিযান যৌন ব্যবসায় ৩৭ বিদেশি আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৫ , ১২:০১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

কুয়ালালামপুরের জালান ইপোহ এলাকার একটি তিনতারা হোটেলে যৌন ব্যবসা ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (JIM)।

আটকদের মধ্যে ১৭ জন ইন্দোনেশিয়ান নারী, ৯ জন থাই নারী, ৬ জন ভিয়েতনামী নারী, ১ জন লাওস নারীসহ মিয়ানমার, ভারত ও ইন্দোনেশিয়ার পুরুষ রয়েছে।

ইমিগ্রেশন জানায়, গ্রাহকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি হোটেলে গিয়ে নারী বাছাই করতেন এবং প্রতিঘণ্টার ভাড়া ছিল ২৫০ থেকে ৪০০ রিঙ্গিত।

সব বিদেশিকে পুত্রজায়া ইমিগ্রেশন দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৭ জন স্থানীয় পুরুষকেও তদন্তে সহায়তার জন্য নোটিশ প্রদান করা হয়েছে