Print

Rupantor Protidin

আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি-জামায়াত: জয়

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ৮:২৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

মহাসমাবেশকে ঘিরে বিএনপি-জামায়াত আবারও হিংস্র রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে এ কথা লিখেছেন জয়।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি আর তাদের মিত্র জামায়াত। পল্টন কালভার্ট রোডে পুলিশ সদস্যকে আক্রমণ করার দৃশ্য! কী বীভৎস, কী নির্মম বিএনপি-জামায়াত।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আগেও এই নির্মমতাকে সমর্থন দেয়নি, এখনো দেবে না।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নয়াপল্টনে সংঘর্ষ চলাকালে একদল লোক লাঠি হাতে এক পুলিশ সদস্যকে পেটাচ্ছেন। মার খেয়ে ওই পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে আঘাত করা হচ্ছে।