Print

Rupantor Protidin

পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে

নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাসহ দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২৫ , ৯:৩৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে  হামদ্- নাত, গজল, আবৃতি’র প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাবিবুর রহমান মোল্যা ও নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক জিএস, পরিচালনা পর্ষদের  সভাপতি মোল্যা হাবিবুর রহমান (হাবিব)’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহামান্য সুপ্রিম কোর্টের সন্মানিত আইনজীবী এ্যাডঃ শেখ শাকিল আহমেদ রিপন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক অমিতোষ বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,  অভয়নগর রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক অভিভাবক সদস্য মোঃ মোস্তফা কামাল (রানা), বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান, অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের  অভিভাবক সদস্য ডাঃ মোঃ আব্দুল জলিল।

বিদ্যালয়ে আরও  উপস্থিত ছিলেন, মোঃ আনিচ শিকদার, মোঃ হোচেন গাজী, নূর ইসলাম মাতব্বর, সরদার জাহিদুল ইসলাম, মোঃ দিলু মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দশম শ্রেনীর ছাত্রী নায়মা আক্তার ও সপ্তম শ্রেণীতে ছাত্রী রুকাইয়া রহমান।