Print

Rupantor Protidin

সারাদেশে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ৮:১০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে ২৮ অক্টোবর মহাসমাবেশ ছিল।

এই কর্মসূচিতে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ে এই অবরোধ কর্মসূচি দেওয়া হলো।