Print

Rupantor Protidin

গনছুটির ঘোষনা দিয়ে কর্মস্থল ত্যাগ করল সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীরা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২৫ , ৪:৫৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি অনিয়মের প্রতিবাদসহ কেন্দ্র ঘোষিত চার দফা দাবিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা—কর্মচারী  গণছুটির কর্মসূচি ঘোষণা করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচি ঘোষনা করে কর্মস্থল ত্যাগ করেন বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানরা।

সন্ধ্যার আগ মুহূর্তে কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন লাইনম্যান সাইফুল ইসলাম।

এতে বিপর্যয় ঘটতে পারে জানিয়েছেন সাতক্ষীরা জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ। তিনি বলেন, আমাদের আন্ডারে ২২৭ জন লাইনম্যান রয়েছেন। এরমধ্যে সদর দপ্তরে রয়েছে ১৮ জন। বর্তমানে ২-৩ জন লাইনম্যান ছাড়া বাকি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কারো ছুটির আবেদন পাইনি। গণছুটির মত এমন কর্মসূচির ঘোষনা রাষ্ট্রবিরোধী বলে মনে করছি।

তিনি বলেন, এই সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। সাতক্ষীরা পল্লী বিদ্যুতের আওতায় ৬ লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছে। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সেনা ক্যাম্পে জানানো হয়েছে।