Print

Rupantor Protidin

মোল্লাহাটে ঈদে মিলাদুন্নবী পালিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২৫ , ৫:০৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫), সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস. এম. ফরিদ আহমেদ। সহকারী শিক্ষক জনাব মনিশংকর গোলদার, জনাব হাচিবুর রহমান, জনাব এস. এম. ওয়ালিউর রহমান, শেখ সফিউল্লাহ, ফেরদৌস শেখ, শেখ রেজাউল, দেবাশীষ মোহান্তসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. ওলিউল্লাহ। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।