Print

Rupantor Protidin

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপা মহাসচিবের

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২৫ , ১০:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ

Sheikh Kiron

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, রাজনৈতিক দলের নামে সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা কোনোভাবেই রাজনীতি হতে পারে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

তিনি অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের কর্মীরা ওইদিন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় এবং অগ্নিসংযোগের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকে। তিনি বলেন, “এমন কর্মকাণ্ডের দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না।”

শামীম হায়দার পাটোয়ারী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণঅধিকার পরিষদকে আরপিও (Representation of the People Order) আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা উচিত।

তিনি আরও বলেন, “রাষ্ট্র যদি আইন ও ন্যায়ের ভিত্তিতে চলে, তবে এই সহিংসতার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। সরকারেরও এই দায় এড়ানোর সুযোগ নেই।”

এসময় তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দেওয়া সত্ত্বেও গণতন্ত্রকামীদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ যারা সহিংসতা ও মব তৈরি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়েও পৃথক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।