Print

Rupantor Protidin

মালয়েশিয়ায় ফের ৩৪ বাংলাদেশি আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৫ , ১১:৫৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের পরিচালিত এক অভিযানে ৩৪ জন বাংলাদেশিসহ মোট ৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত বুধবার (৪ সেপ্টেম্বর) জোহর বাহরু ইমিগ্রেশন বিভাগ ইস্কান্দার পুতেরি ও কুলাই এলাকার ৪৩টি স্থানে একযোগে এই অভিযান পরিচালনা করে। এ সময় মোট ১৯৯ জনকে তল্লাশি করা হয় এবং তাদের মধ্যে ৯৪ জনকে আটক করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন ৩৮ জন বাংলাদেশি পুরুষ, ১৫ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ৫ জন ইন্দোনেশিয়ান নারী, ১২ জন মিয়ানমারের পুরুষ, ১০ জন মিয়ানমারের নারী, ৬ জন পাকিস্তানি পুরুষ, ৪ জন ভারতীয় পুরুষ, ২ জন ভিয়েতনামী পুরুষ, ১ জন নেপালি পুরুষ এবং ১ জন থাই পুরুষ।

অভিযানটি চালানো হয় বিভিন্ন শিল্পাঞ্চল, নির্মাণ সাইট ও শ্রমিকদের আবাসস্থলে। এতে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিট এবং মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (AKPS)-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সম্প্রতি আরও জোরদার করা হয়েছে। আটককৃতদের অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।