Print

Rupantor Protidin

ঝিকরগাছায় এমপি নাসিরের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিকরগাছায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলছেন, ঝিকরগাছায় জামায়াত বিএনপি যাতে কোন নৈরাজ্য না করতে পারে তাই তারা অবস্থান নিয়েছেন।

শনিবার সকালে মিতালী হলরোডে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বাসস্ট্যান্ডে নিশানা শপিং কমপ্লেক্সের সামনে পথসভায় মিলিত হয়।

সমাবেশে, যশোর- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, জামায়াত-বিএনপির কোন দাবির সাথে গণসম্পৃক্ততা নেই। এজন্য তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে। তারা যাতে কোন সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে সেজন্য রাজপথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শক্ত অবস্থানে থাকবে। সমাবেশ শেষ নেতাকর্মীরা ঝিকরগাছা বাজারের বিভিন্ন মোড়ে অবস্থান নেয়।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা দুলাল অধিকারী, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম, যুবলীগ সদস্য আবু জাফর মনি, জাহাঙ্গীর আলম, আব্দুল জুব্বার, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ইমামুল হাবীব জগলু, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মাহাবুর হাসান বরি প্রমূখ।