Print

Rupantor Protidin

কক্সবাজার সৈকতের ঝাউবাগানে ঝুলন্ত অবস্থায় মিলল সাংবাদিকের মরদেহ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৫ , ৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ

Sheikh Kiron

কক্সবাজার শহরের সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউবাগানের গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয় এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়লে নিহত যুবকের নাম মোহাম্মদ আমিন (২৫) বলে নিশ্চিত হওয়া গেছে।

‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ নামে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকা আমিন উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে না পারলেও ওসি বলেন, ‘প্রাথমিকভাবে এটি সুইসাইড হতে পারে বলে মনে হচ্ছে। তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকেট পাওয়া গেছে, টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর রাত ৯ টা ২০ মিনিট উল্লেখ ছিলো।’

আমিনের এই মৃত্যু’কে ‘রহস্যজনক’ উল্লেখ করে তার বেশ কয়েকজন সাংবাদিক সহকর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।