Print

Rupantor Protidin

দেবহাটা ২৪-২৫ অর্থ বছরের সখিপুর ইউনিয়নে কাজ শতভাগ সম্পন্ন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২৫ , ৭:১৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী দেবহাটা উপজেলায় সখিপুর ইউনিয়নে ২৪-২৫ অর্থ বছরের সরকারি বরাদ্দকৃত অর্থে গ্রামীন অবকাঠামো উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে টিআর, কাবিখা, কবিটা ও ইটের সলিংয়সহ বিভিন্ন প্রকল্পের কাজ শতভাগ  সম্পন্ন করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
জানা যায় সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার মধ্যে দেবহাটায় পাঁচটা ইউনিয়ন দ্বারা গঠিত। পাঁচটা ইউনিয়নের মধ্যে  কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়। গ্রামীন অবকাঠামো উন্নয়নে স্কুল, কলেজ, মাদরাসার মাঠ ভরাট,গ্রামীন রাস্তায় মাটি দিয়ে সংস্কার, ইটের সলিং সহ ইউনিয়ন পরিষদের চত্বর ঢালাই কাজ  ইতোমধ্যে শতভাগ সম্পন্ন করা হয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় অনেকের সাথে কথা বললে তারা জানান, আমাদের এলাকায় অনেক জনগুরুত্বপূর্ণ রাস্তা মাটি দ্বারা সংস্কার করা হয়েছে, পিআইও অফিসের তত্ত্বাবধানে ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজ এই ইউনিয়ানে  পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম  করেছে। এ কারনে এলাকাবাসী অনেক খুশি। যা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। ৩ নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম  বলেন, প্রতিটি প্রকল্পের কাজ পিআইও অফিস থেকে এসে মাপ জরিপ করে শতভাগ  কাজ দেখার পর সে অনুযায়ী বিল দিয়েছে, এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, আমি সদ্য যোগদান করেছি, আগের পিআইও স্যার প্রতিটি এলাকায় নিজে গিয়ে শতভাগ কাজ বুঝে নিয়ে তারপর বিল দিয়েছে। কাজ নিয়ে এলাকাবাসীর কোন অভিযোগ নেই।
পিআইও অফিসের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, আমি অনেকগুলো ইউনিয়নের টিআর,কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজ চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে  নিজে গিয়ে পরিদর্শন করেছি, কাজ অনেক ভালো হয়েছে। তবে এই সখিপুর
ইউনিয়ন পরিষদের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে বলে যানা গেছে।