Print

Rupantor Protidin

অবসরের ছয় মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের সুবিধা প্রদানের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২৫ , ১১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ

Sheikh Kiron

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৬ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া ১৩ পৃষ্ঠার রায় ইতোমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ের ফলে দীর্ঘদিন ধরে অবসর সুবিধা পেতে ভোগান্তিতে থাকা প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর দুর্ভোগ লাঘব হবে।

এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট এমপিওভুক্তদের অবসরের ছয় মাসের মধ্যে সুবিধা দেওয়ার নির্দেশ দেন। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলো সম্প্রতি।

আইনজীবী জানান, ২০১৯ সালে এ বিষয়ে একটি রিট দায়ের করা হয়। তার আগে ২০১৭ সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ৬ শতাংশ কেটে নেওয়া হতো এবং অবসরের পর সেই টাকাসহ সুবিধা দেওয়া হতো। কিন্তু ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অথচ সুবিধা বহাল থাকে ৬ শতাংশের ভিত্তিতে। এই অসঙ্গতি দূরীকরণের দাবিতেই রিট করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত রায়ে বলেছেন, ১০ শতাংশ কর্তন কার্যকর হলে শিক্ষক-কর্মচারীদের বাড়তি সুবিধাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবসরের ছয় মাসের মধ্যে তাদের প্রাপ্য সুবিধা প্রদান করতে হবে।

উল্লেখ্য, শিক্ষক ও কর্মচারীরা ২০১৯ সালের ১৫ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।