Print

Rupantor Protidin

শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ৪:২৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত বেসরকারী হাসপাতাল ফ্রেন্ডশীপের আয়োজনে নিজস্ব হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে ঠোট কাঁটা ও তালু কাঁটার চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ফ্রেন্ডশীপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডা: মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিকিৎসাসেবা ক্যাম্পের প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. আসলাম আল মেহেদী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিৎ বর্মন।

হাসপাতালের চিকিৎসক ডা. এলিজাবেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস সিভিল সার্জন ডা. রেশমা পারভীন শম্পা।