Print

Rupantor Protidin

সুন্দরবনের নটবেকী অভয়ারণ্যে অবৈধ প্রবেশ, ৮ জেলে আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২৫ , ৫:১৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

সুন্দরবনের নটবেকী অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় আটজন জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতের এ অভিযানের পর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক জেলেরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা। বন বিভাগের দাবি, তারা অনুমতি ছাড়া সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকারে নামেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, “প্রতিবছর তিন মাস বনে প্রবেশ নিষিদ্ধ থাকে। এ বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আটক জেলেরা দুই দিন আগেই অবৈধভাবে বনে প্রবেশ করে এবং নটবেকী অভয়ারণ্যে মাছ শিকারের সময় ধরা পড়ে।”
তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় পরিবেশ ও বন বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকাগুলো জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকায় মাছ ধরা বা অন্য কোনো মানবিক কার্যক্রম বন্যপ্রাণী ও মাছের প্রজননে মারাত্মক হুমকি তৈরি করে। এ কারণে অভয়ারণ্যে প্রবেশ ও মৎস্য শিকার কঠোরভাবে নিষিদ্ধ।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।